Password Format & Reset Option

প্রাথমিক ভাবে প্রত্যেকের নিজ নিজ স্টুডেন্ট আইডি ইউজারনেম, এবং নিজ নিজ জন্ম তারিখ ৮ ডিজিটের পাসওয়ার্ড হিসেবে দেয়া আছে।

লগিন করার পরে সবাই নিজ নিজ পাসওয়ার্ড নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারবেন।

পাসওয়ার্ড ফরমেট DDMMYYYY

প্রথম ২ ডিজিট দিন, পরের ২ ডিজিট মাস এবং পরের ৪ ডিজিট সাল।উদাহরণঃ
যদি জন্ম তারিখ হয় 01 Jan 1995 তাহলে পাসওয়ার্ড হবে 01011995
যদি জন্ম তারিখ হয় 01 Dec 1997 তাহলে পাসওয়ার্ড হবে 01121997

প্রাথমিক পাসওয়ার্ডের মাঝে কোন ডট(.) অথবা হাইফেন(-) অথবা স্ল্যাশ(/) চিহ্ণ দেয়া যাবে না। প্রাথমিক পাসওয়ার্ড দিয়ে লগিন করার পরে ইচ্ছা অনুযায়ী পাসওয়ার্ড পরিবর্তন করে নেয়া যাবে।